সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ নিজের ক্ষতিকারক জ্ঞান অন্যের ওপর প্রয়োগ করা অন্যায়। এই আর্টিকেলের যে কোন রকম ব্যাবহারের সম্পুর্ণ দায় ব্যাবহারকারীর। এই আর্টিকেলটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে লেখা।
অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ভূলে গেছি বা অন্য কোন কারণে লগ ইন করতে পারছি না [:v] । তখন যে কোন উইন্ডোজ পিসিতে এই পদ্ধতিতে হ্যাক করে ঢুকে পরতে পারবেন।
প্রথমেই যে টুলস টা লাগবে আমাদের সেটা হল একটা উইন্ডোজ বুটেড পেন ড্রাইভ। না আমরা উইন্ডোজ ইন্সটল করছি না। তবে কাজের স্বার্থে এটা দরকার।
যে পিসিতে এক্সেস নিতে হবে সেটাতে পেন ড্রাইভ থেকে বুট করে নিচের মত উইন্ডোজ সেটাপ উইন্ডোতে আসতে হবে।
এখানে আসার পরে কীবোর্ড থেকে Shift + F10 কী চাপুন। নিচের মত কমান্ড প্রম্পট ওপেন হবে।
এখন উইন্ডোজ কোন ড্রাইভে আছে সেটা চেক করার জন্য আমাদের লাগবে ডিস্কপার্ট। এজন্য টাইপ করুনঃ diskpart এবং এন্টার দিন। নিচের মত উইন্ডো আসবে।
এবার এখানে টাইপ করুনঃ list volume এবং এন্টার দিন। এবং নিচের মত উইন্ডো আসলে সেখান থেকে উইন্ডোজ ড্রাইভটি চিনে রাখুন। আমাদের এক্ষেত্রে উইন্ডোজ ড্রাইভ হল D:
এবার exit লিখে এন্টার চাপুন এবং cls লিখে এন্টার দিয়ে কমান্ড প্রম্পট ক্লিয়ার করে নিন।
এবার পরপর নিচের কমান্ড গুলো দিয়ে এন্টার দিয়ে নিচের মত স্ক্রিনে আসুন।
D:
cd windows
cd system32
এখন আমাদের কাজ হল Utilman.exe কে cmd.exe দিয়ে রিপ্লেস করা। এজন্য প্রথমে দুইটা ফাইলেরই ব্যাকাপ করে রাখব তারপর রিপ্লেস করব। এজন্য নিচের মত কমান্ড দিয়ে কাজ করতে হবে।
copy utilman.exe utilman1.exe
copy cmd.exe cmd1.exe
del utilman.exe
rename cmd.exe utilman.exe
কাজের ট্রিকি পার্ট শেষ। এবার পিসি রিস্টার্ট দিয়ে মেইন লগ ইন স্ক্রিনে আসুন। এখানে ইজি অব এক্সেস বাটনে ক্লিক করুন।
এবার নিচের মত কমান্ড প্রম্পট ওপেন হবে।
এখানে control userpasswords2 লিখে এন্টার দিন।
নিচের মত সেটিংস উইন্ডো আসবে। এখান থেকে ইউজার সিলেক্ট করে পাসওয়ার্ড রিসেট করে দিন।
পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন।
হ্যাকিং ট্রিক্সটি ভালো লাগলে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আরো সব হ্যাকিং নিয়ে আসছি। পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
হ্যাক করুন উইন্ডোজের এডমিন পাসওয়ার্ড
Reviewed by Asad Bin Abdullah
on
February 27, 2018
Rating:
No comments: