একই সিগারেটের ধোঁয়ার কেন দুই রং হয়


যখন কেউ ধূমপান করে তখন হয়ত অনেকেই খেয়াল করেছেন জলন্ত সিগারেটের মাথা থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা নীল। কিন্তু যখন মুখ থেকে ধোঁয়া ছাড়া হয় তখন সেটা সাদা রঙের বের হয়। চলুন আজ জেনে নেয়া যাক কেন এরকম হয়।

এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল ধোঁয়ার কণাগুলোর আকারের জন্য এমন হয়। ধোঁয়া যখন সিগারেটের মাথা থেকে বের হয় তখন এর কণাগুলো আকারে অনেক ছোট হয়। এমনকি আলোর তরঙ্গদৈর্ঘের চেয়েও ছোট।

যেহেতু ধোঁয়ার কণা গুলো আকারে অনেক ছোট তাই আলো যখন এই কণাগুলোর ওপরে পরে তখন কোন আলো প্রতিফলিত হয় না। শুধুমাত্র তাদের পথ থেকে হালকা সরে যায়। ব্যাপারটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলে প্রতিসরণ।

আলোর সাতটা মৌলিক রঙের (বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল) তরংগ আলাদা আলাদা দৈর্ঘের। এগুলোর মধ্যে সবচেয়ে কম দৈর্ঘের রং হল বেগুনী ও নীল। তাই নীল আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় কারণ এরা আকারে ধোঁয়ার কণাগুলোর সবচেয়ে কাছাকাছি।


যেহেতু নীল আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় তাই আমরা ধোঁয়ার দিকে তাকালে সেটাকে নীল রঙের দেখি। কিন্ত যে ধোঁয়া ফুস্ফুস থেকে বের হয় সেটা প্রায় আধাপোড়া অবস্থায় ঢোকে। এই আধাপোড়া ধোঁয়ার কণাগুলো আকারে বেশ বড় হয়। তার ওপরে যখন ফুস্ফুসে ঢোকে তখন ফুস্ফুস থেকে আদ্রতা টেনে আরো বড় হয়।

এবার যখন ধোঁয়ার কণাগুলোর ওপর আলো পরে তখন আলোর সবগুলো রঙই এই বড় আকারের কণায় বাঁধা পেয়ে ফিরে আসে। যেহেতু সব আলোই এতে প্রতিফলিত হয় তাই আমরা এই ধোঁয়া সাদা দেখি।

সতর্কীকরনঃ ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকারক। সিগারেট ধোঁয়া ছাড়লে সবটাই বের হয় না ফুস্ফুস থেকে। এর একটা অংশ ফুস্ফুসের গায়ে জমতে থাকে যেটা বায়োপসি করার আগে পর্যন্তও বুঝতে পারবেন না।
একই সিগারেটের ধোঁয়ার কেন দুই রং হয় একই সিগারেটের ধোঁয়ার কেন দুই রং হয় Reviewed by Asad Bin Abdullah on February 28, 2018 Rating: 5

1 comment:

  1. Sands Casino: The New Canadian Casino | Play online at Station Casinos
    Welcome to Station Casinos! Come enjoy the best of the best! Play your favorite 샌즈카지노 casino kadangpintar table games, slots, 바카라 poker, roulette, keno and more!

    ReplyDelete

Powered by Blogger.